নীরব রাতের গান আজ পড়ে মনে
বাঁশিতে আহ্বান ছিল মিতালী গোপনে
সাগর অধীর ওমে মোহনায় ফিরে
ভোলা যত জলোচ্ছ্বাসে বোনে বেলোয়ারি
ছুঁয়ে দেখে পলকেতে তারানার তীরে
কানামাছি খেলা যেন বেহাগ বিহারী
চোখ বুজে অনুভবে অমর এষনা
পুলকের রেশ মেখে অপেক্ষা বাঁশরী
প্রাণের মহাল জুড়ে বরষা বাসনা
"যেও না" তুলেছে সুর কখন গভীরে।
যাওয়ার ছল মুছে এলো সে আপন
হাত পেতে রেখে বুঝি বিধুর চয়ন
চারালো ভেতর ঘর  হরিণে কাঁপন
সে বেলার মোহ এলো, এলো না নয়ন।।