+++++++++++++++++++++++


একটা স্পর্ধার সূর্য দিতে পারো ?
বড্ড ঠান্ডা শ্যাওলা জমা সময়ের গুহায়
এদিক-ওদিক বিস্তর হতাশার ফার্ণ
বিষাক্ত মাকড়সার লালার মতো গলিত ব্যথা
বন্দী যন্ত্রণাগুলো হিমশৈলের গভীরে
একটু তাপ দাও পুড়িয়ে ফেলি...
মিঠে সূর্যমুখী হয়ে উঠি।


একটা সাহসিনী চাঁদ দিতে পারো ?
উলঙ্গ হিয়ায় তার দর্পণ রাখবো
কবোষ্ণ জ্যোৎস্না হবে ভরসার প্রহরী
বরফের স্বাক্ষরে ওই নগ্ন গায়ে
ফুটপাতের শিশুর মতো
মুহূর্ত যৌবন বঞ্চনা জানে না
শুধু কাকচক্ষু তৃপ্তির ওম দাও
ঠোঁটে ছোঁয়ানোর অঙ্গুরি হয়ে উঠি।


ফোটাতে পারো লক্ষ লক্ষ শপথের নক্ষত্র!
হাজার হাজার চোখে জ্বলবে  শাশ্বত বিজলী
ভীরুতার হিমবাহ চুরমার
খণ্ড-খণ্ড রোদের চকমকি
জ্বালাও নিস্পন্দ বুকে উত্তাপ
একটা লাল মশাল হয়ে উঠি।


এসো বিস্মিত জোনাকি সবুজ ঝাড়লন্ঠনে
ক্লোরোফিলের উত্তাপের মতো
সেঁকে নিই ভেজা হাত পা
চেটে নিই ঘন হয়ে একটু উষ্ণতা
দেখো কেমন ভালোবাসার গোলাপ হয়ে উঠেছি।
++++++++++++++++++++++++   ----------------