শোন রে শোন আজ দিকে দিকে
শ্রমিকের গান মুখে মুখে
মাটির ধুলায় সুর ভেঁজে যায়
রক্ত ঘামের মানুষ ওরা সুখে দুখে।


দ্যাখ চেয়ে দ্যাখ ঘুরছে কেমন
শ্রমের চাকা আগুন যেমন
খনির বুকে ওরাই শোনে
মৃত্যুদূতের অট্টহাসি কঠোর সমন।


মার লাথি মার বুকের পাটা
দমবে না সে বেগার খাটা
সিন্ধু সেঁচে আনবে মুক্তা
ঝড় তুফানে কান্না নেই রে বুক ফাটা।


উল্লাসে আজ হাতের মুঠি।
বিশ্বজয়ে শ্রমের খুঁটি
সভ্যতা রথ  মাভৈঃ মাভৈঃ
শ্রমের ধ্বজা রক্ত পায়ে গুটি গুটি।


এসো কমরেড এসো গাই গান
কালশিটের ঐ ঐক্যতান
আলোয় আলোয় উদ্ভাসিত
উত্তরীয়ে বরণ তোমায় মুক্তির জয়গান।