🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


লাল কানকো বুকের ভেতর ভীষণ উতল রাত
আজও শরীর উপচে দেখো অ্যাশট্রে ভরা ছাই
বিষাদ বাতাস ক্যানভাসে ওই তুলতে তুমি হাই
মরণ ছোঁয় নিমেষ যখন ভীষণ জ্বরে কাত
একটু চাওয়া ছায়া টানে চুপ এপ্রিল সাত।


ডট পেনের চিবুক কথা স্পর্শ করে মই
কাজল চোখের মণির ভয় হারায় তোকে রোজ
চলে গেলে রাখিস সেদিন জোড়া ভ্রুর খোঁজ
ফেরত চাই বর্ষাদুপুর স্বপ্নে জেগে রই
চন্দনের গন্ধ উজাড় মন ফেরারী কই।


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹