কোথায় সেই যৌথ অধিকারের অন্তর্লীন সত্য যেখানে আমাতে তোমার যাপনের ইতিবৃত্ত ?
কোথায় সেই দৃষ্টি চর্চার বিবরণ
যার অভিমুখ ছিল শুধু তিয়াসা আমরণ?
মানোনি সে বারণ
অছিলা অকারণ।
আসলে স্বপ্ন মাত্রই পলায়নপর
একটা নির্দিষ্ট দৃশ্য
সীমিত উপস্থিতি
কতটা অক্ষম হতে পারে ছুঁয়ে থাকার গল্প !
জ্যোৎস্নার জরিতে যে অবয়ব দেখা
সেখানে কোন অপয়া অমাবস্যার রেখা!
শুধু একটা স্থানাঙ্ক চেয়েছিলাম
তোমার দ্রাঘিমা কখন যে দীর্ঘ হয়েছে
বুঝিনি, বুঝতে পারিনি।
ওগো মানসকিশোর....
তেমনি রয়েছে তোমার স্বপ্নচারিনী
চিত্রকলার মতো আরোপিত সীমায়ন
জানিনা কখন আসবে উজানে উত্তরায়ন!!