পেন্সিলের শিসের মত রাত
দুধ গোলানো চাঁদ
ফানেলে ঢেলে ছেঁকে নিচ্ছি
পৃথিবীর সঞ্জীবনী সুধা ।


একটা নীল ধোঁয়ার মধ্য দিয়ে
উপচে পড়ছে উষ্ণতায় গলা চাঁদ
কপালে চূর্ণ চুলের মতো
আবেগী পাতারা ঘনায়
প্রাজ্ঞ পেঁচার মতো সময়
ঘাড় ঘুরিয়ে দ্যাখে।
বর্ষীয়ান বেদনার শীতার্ত বোরখার
যবনিকা ঠেলে কন্ঠে ঢেলে দিই
একটু একটু করে চাঁদের ব্র্যান্ডি...


এবার বরফের অ্যাপ্রন ছাড়ো
চাপাও গায়ে আক্রমণের উর্দি
ফায়ার প্লেসের মরা আগুন মাড়িয়ে
ঘোড়ার শব্দের মত ছুটে যাও
চকমকি ছুঁয়ে দাও পাথরে পাথরে
জ্বলুক, জ্বলে উঠুক দাবানল ---


একটা বিচ্ছেদ--
ক্রমশ পূর্ণচ্ছেদ।