আবার পাগলামি করছো?
খামখেয়ালী রাজার মতো
এইতো কখন ফিরলে
দুপুর বেলায় আঁচল ভিজিয়ে শুকনো বিলে
জ্বর এলে তো দুমাস ধরে ব্যথা মাথায়
আরো একটু কমলো নাকি মাতাল হাওয়ায়
ছ'মাস জুড়ে ডুমুর ফুলে
"বড্ড গরম ,বড্ড গরম" চেঁচাও ।
যাও না এবার শিউলি তলায়
জাগাও তাকে অকালবেলায়
যেমন অকালবোধন পদ্ম খেলায়।


অকালবোধন! অকালবোধন!
শুনছো নাকি? সর্দি কেমন?
কাশির দমক? বাসন্তীকে সামলে রেখো..
এবার নববর্ষ এলে হাতের তালু ঘোরাও যদি
রাত দুপুরে শীত কবলে
আবার গরম ফেলে বর্ষা কোলে
রাখবে আর কতক্ষণ?
ফিরতে তোমায় হবেই
দেখবে যখন আবীর আকাশ
মানবে ঠিক পাগলি মন ।।