আজ    ভাবনা বিলাস পথ ভ্রমরে  দোলা
পায়ে    কাঁটার গোলাপ দেখো দহনে ভোলা
                          ওই রক্তের চুম্বন  
                         শিরা কাঁপে উন্মন
                       সোঁদা বাসে মৌ বন
                                লজ্জা ভেজা
খোলে      নেশাড়ু দরদে মহুয়ার দরজা।


ইস        চুপি চুপি বসন্ত চলে যে গেলি
খোঁপা    বিষম ধাঁধায় ছোঁয় কামিনী বেলি
           ঝরে      অবেলার অভিমান
                     জাগে যামিনীর গান
                     নত চোখ আনচান
                        আদরে আতুর
ফেটে পড়ে অশ্রু বেহায়া প্রণয়েতে চুর।


বাঁকা     চাঁদের রুপালী ঝোরা, কে যে আরোহী!
আলো    ছায়া-ঘষা মন বেলাগাম বিরহী
           থেমে   গেছে বেহালার তার
                    অপেক্ষা বেদনার
                    থাকে অনুরাগে ভার
                            বিষময় বিষ
ঢালে    গলায় , ঢলে পড়ে যাতনার শিষ।