নেমেছিস স্পাইন খুঁজতে উপমার জল
একেবারে ধু ধু মরু বাস্তব চাই
জল জ্যান্ত চিত্রকল্প উপড়ে
সটান বসিয়ে দেবো ছন্দ মন্দের হৃদপিন্ডে
কাউকে তো হারানোর ছিল
মৃত্যুর রং আগুন না শোক?
চারবেলা হাওয়া ভাত
টয়লেটে জমে না আস্তরন
জঙ্গলে দেহটায় কসরত
একটু জোলাপ মিথ্যে কাঠিন্যে
ডুস দিয়ে বের করে দাও
মর্মের মল;মণিবন্ধ টিকটিক তাও
ঠাট্টায় ব্যথা, ব্লকেজ
দাদা আমি বাঁচবো স্পাইন চাই।।