যখন কেউ দেখছে না
স্লুইস গেট খোলো। ভেজাও হৃদয়।
আর যখন বরফ কঠিন হয়
পিছলে যায় হাজার চোখ
ব্ল্যাক ক্যাট মচমচ শব্দ তোলে
তখন বড়দিনে বাতিল হওয়া
বেলুনের মত অনাথ শিশু
খুঁটে যায় অপুষ্টির দানা।
মনের ঘন জঙ্গল থেকে
পারদ চিত্র নামতে থাকে!
বৃষ্টির হালকা সম্ভাবনা ব্যাহত!
হাওয়া মোরগের মত
গণ আচরণ স্বাদ বদলায়;

হাতে হাত রেখে যদি
উষ্ণতার ব্যারিকেড করো
বিদ্বেষের জলকপাটের ছিদ্রপথে
রাখো ঘুমপাড়ানি গুলি
যদি ফায়ার জাম্পে জ্বালাও
দুর্নীতির গ্যাংগ্রিন...
একটা নতুন স্টীয়ারিং-এ হোক জীবন
আনকোরা একটা ক্যালেন্ডার
আরেকটা রেড লেটার ডে---
বিভেদের অগ্নিমুখে শান্তির জলকামান।।
           **********