বাঙালি জাতির বিজয় দিবস সেই ষোলই ডিসেম্বর
এই পৃথিবীতে, নয় মাসে স্বাধীনতার প্রথম যুদ্ধ জয়।
পৃথিবী জেনেছে পৃথিবী চিনেছে বাঙালির এই ঘর
বাঙালি জাতির বিজয় দিবস সেই ষোলই ডিসেম্বর।
বাঙালি জাতি শ্রেষ্ঠ জাতি এই জগতের ভিতর,
রক্ত দিয়েছে জীবন দিয়েছে তবু তাঁরা পায়নি তো ভয়;
বাঙালি জাতির বিজয় দিবস সেই ষোলই ডিসেম্বর
এই পৃথিবীতে, নয় মাসে স্বাধীনতার প্রথম যুদ্ধ জয়।

২৯শে অগ্রহায়ণ, ১৪২৮,
ইং ১৬ই ডিসেম্বর,২০২১,
বৃহস্পতিবার রাত ১২:০৫। ১৫৩২, ১৬/১২/২০২১।