হঠাৎ স্মৃতিপটে ভেসে ওঠে,
               অতীতের কত স্মৃতি;
ছবির মত মন ভুলানো,
                 গ্রামের সেই প্রীতি।


আমি তাঁরে ছেড়ে এসেছি,
                   অনেক দিন হলো;
মা-বাবা, ভাই-বোন ক্রমে,
                     দূরে সরে গেল।


বস্তায় বাঁধা তালপাতা,
           দোয়াতে কয়লার কালি;
কপালে কাজলের ফোঁটা,
       স্কুলে হতো আনন্দের হোলি।


অ আ,  ক খ, ফলা বানান,
                শিখেছি তালপাতায়;
লাঠি ও পড়েছে পিঠে,
             আশিষ পেয়েছি মাথায়।


আজ ভাবি তালগাছ কেন?
              ঐ উকি মারে আকাশে;
দেখিতে দেহের ছিন্ন পাতায়,
           কে কত শিখিছে আবেশে।


প্রনাম লহ-গো মোর,
                    ওগো তালগাছ;
তোমার আশিষ ছিল বলে,
               হেথা পৌঁছেছি আজ।


তাকিয়ে হঠাৎ অবাক হলাম,
         দেখে এই সমাজের হাত;
তাঁর হাতে ধরা আজ,  
      আমার সেই কালির দোয়াত।


৩২শে শ্রাবণ,১৪২৩,
ইং ১৭/০৮/২০১৬,
বুধবার, বিকাল ৩টা।