আবেগ ভরা হৃদয় হারা ঐ বন্ধু যে জন,
তাঁর আবেগে অশ্রু ঝরায় আমার নয়ন।
বন্ধু হারার প্রাণের ব্যথা কজন বোঝে,
স্মৃতির পাতায় থাকি আমি তারই খোঁজে।
যে থেকেছে প্রানের সাথে প্রান মিলিয়ে,
তারই সংবাদ সবার মাঝে দেই বিলিয়ে।
ফুলের গন্ধ একা নিয়ে আজ আর পাই না সুখ,
সবার মাঝে ছড়িয়ে দিয়ে ভুলতে চাই সকল দুখ।
কোথায় যেন হারিয়ে গেল আমার সেই যৌবন টা
বাস্তবে নয় স্বপ্নের মাঝে খুঁজে পাই ওই মৌবনটা।
নীরব ব্যথায় থাকি আমি একা একা রাত জেগে,
দিন কেটে যায় রাত কেটে যায় তাদের জন্য শান্তি মেগে।
তাঁরা যদি ভাল থাকে, সুখে থাকে এই জগতে,
তাহলে আমিও ভাই ভালোই রবো নিদাঘ রাতে।
ভালোবাসা শুধুই পারে, দিতে সকল উজাড় করে,
দিয়েও যে হয়না শেষ, থাকে আমার হৃদয় জুড়ে।
যতই দেবে ততোই নেবে বাড়বে তাহা দিনে দিনে,
এমনি করেই বাঁধতে পারি সবাইকে ভাই হৃদয় ঋণে।


২২ শেষ আষাঢ়, ১৪২৭,
ইং। ০৭/০৭/২০২০,
মঙ্গলবার বেলা ১২টা। ১০৮৪, ৩১/০৭/২০২০।