আত্মায় আত্মায় বাঁধা আত্মা
কেমনে করি সমর্পণ?
সমর্পিত সেই জন্ম থেকেই
পার্থক্য নাই আভরণ।


দুইয়ে মিলে, মিলে-মিশে
আছি হয়ে পরিপূরক;
আমি ছাড়া সে পারে না
যতই করে হাঁকডাক।


এই জলেতে আগুন নেভে
দুঃখে খোঁজে সান্ত্বনা ;
আপন পরের গোলকধাঁধায়
এ আত্মাকে  চিনলাম না।


আমরা আছি তাইতো আছে
নইলে তাঁর অস্তিত্ব মিছে;
সমর্পণের ওই ইচ্ছেটা তাই
পরস্পরের থাকলে বাঁচে।


একক চেষ্টায় হয় না মিলন
সম্মতিটা দুইয়ের চাই;
ওই দুইয়ে মিলে এক হলেই
হৃদস্পন্দনটা উঠবে তাই।


২২ শে জ্যৈষ্ঠ, ১৪২৯,
ইং  ০৬/০৬/২০২২,
সোমবার বেলা ১১:২৪  ১৭১২, ১৬/০৬/২০২২।