নাম না জানা ফুলের সৌরভ
মন কেড়ে নেয় তবু;
না চেনা, না জানা ওই রমণী
হয় যে গৃহিণী হবু।


অচেনা হয় চেনা যখন
ফাঁক থাকে না আর;
প্রাণের সাথে প্রাণের বন্ধন
ওই জীবন ভর তার।


দূর আকাশে অনন্তের পানে
ওই চেয়ে ভাবি তাই;
এলাম একা, হলাম দোকা
একা ফিরবে যে সবাই।


কোন মুড়তায় এমন মোহ
ভাবতে অবাক লাগে;
ফুলের গন্ধে পাগল করে
আদি অন্তের রাগে।


৭ই শ্রাবণ,১৪৩০,
ইং ২৪/০৭/২০২৩,
সোমবার সকাল ৯:১৭। ২০৭৯, ১৮/২০১, ২৫/০৭/২০২৩।