আধুনিকতার পরশ পেয়ে,
কিছু মানুষ ছুটছে ধেয়ে;
       পিছন পানে ফিরে দেখে না;
একা একা ছুটতে গিয়ে
প্রাণের বন্ধু হারিয়ে নিয়ে,
       বিপদে পরে-শুধুই ডাকে মা।
      
বিপদ কালে কেউ রবেনা,
শুধুই রবে নিজের ভাবনা,
        তাই হবে একা ছোটার ফল;
বিপদ এসে ঘিরে ধরবে,
সেদিন তুমি বুঝতে পারবে,
      আধুনিকতা কি যে মরণ কল।


চলার চলা, তাই তো বলা,
তোমার পূর্ণ হবে ষোল কলা,
         ন্যায় কিংবা অন্যায়কে ধরে;
জীবন শেষের এই যে লড়াই,
করতে গিয়ে আমরা ডরাই,
          মৃত্যু এসে নেবে বরণ করে।


১৩ই আষাঢ়, ১৪২৫,
ইং ২৮/০৬/২০১৮,
বৃহস্পতিবার, বলা ১১টা। 531 dtd 19/07/2018.