এই দেশ আমাদের জন্মভূমি,
শৈশব থেকে কৈশোর হয়ে
যৌবন দিয়ে আসবে জরা;
জন্মভূমি মায়ের কোলে
সব কিছুই তো পেলাম মোরা।


মায়ের সন্তান আমরা সবাই
ছোট-বড় আর বৃদ্ধ যারা;
মায়ের সুখ মায়ের শান্তি
জীবন দিয়ে রাখব মোরা।


জন্মভূমি মা যে মোদের,
সুখে দুখে বুকে বয়ে
মোদের লালন করছে ওরে,
সেই মায়ের সুখ মায়ের শান্তি
রাখতে মোদের হবেনা ভ্রান্তি।
রক্ত দিয়ে জীবন দিয়ে
মায়ের সম্মান রাখবো ধরে
বুক চিতিয়ে মাথায় করে।


আয়রে সবাই আবার বলি
মা মোদের নয় দিন ভিখারি;
ওই বিশ্বসভায় ধরবো তুলে
এ কাজ শুধু আমরাই পারি।


৭ ই অগ্রহায়ণ, ১৪২৮,
ইং ২৪/১১/২০২১,
বুধবার সকাল  ৬:২০।