ঐ আহ্লাদীমা আহ্লাদেতে
থাকতে হেথা চায়;
সবাই সুখে থাকলে পরে
প্রানে সুখ পায়।


সুখের ভাষা সুখের নেশা
পরের সুখে আসে;
আপন পর সব ভুলে
ঐ আনন্দেতে ভাসে।


আনন্দের ওই প্রকৃত অর্থ
যারা জানে না;
তারা ব্যক্তি সুখে মত্ত থাকে
আসল সুখ মেলে না।


সবাই আহ্লদিমার অন্তর পেলে
সমাজ বেঁচে যাবে;
তবেই ভবিষ্যতের প্রজন্ম সব
প্রকৃত সুখ পাবে।


রবিবার সকাল ১০:৩৪। ২২৭১, ২০/১০২, ০৭/০২/২০২৪।