পুরাতন ছেড়ে নতুনে করি পদার্পণ
দিনরাত কিংবা প্রতিক্ষণ।
এইতো জীবন এইতো ভুবন
বিস্ময়ে দেখি মানুষের মন।


সব ভুলে যাই, দিশাহারাই
তবুও সামনেই পা বাড়াই।
ভাবি কত কিছু, তাকাই না পিছু,
কালের কাছে মাথা করিনাতো নিচু।


অবাক সৃষ্টি, অবাক দৃষ্টি,
অসময়ে দেখি নামে বৃষ্টি।
কালের ঘূর্ণাবর্তে কোন শর্তে
স্রষ্টার সৃষ্টি এনেছে মর্তে?


পুরাতন ছেড়ে নতুনের আশায়
সবাই দেখি আনন্দে গা ভাসায়।
হবে কি সুখের? প্রশ্নের মুখে
কম্পন শুনি ওই সেই বুকে।


৩০ শে চৈত্র, ১৪২৮,  
ইং ১৪/০৪/২০২২,
বৃহস্পতিবার রাত ১১:১৫। ২০০১, ০৮/০৫/২০২৩।