জীবনের কথা, প্রাণের ব্যথা,
  আজ বুঝি এক হয়ে যায়;  
পথ শেষে, আপন আবেশে,
   জীবনের সন্ধ্যা বেলায়।


যে বাঁধনে বেঁধে ছিনু তাঁরে,
    শক্তির জোরে;
যুক্তি খুঁজি নাই সেই কালে,
    নতুন ভোরে।


আজ মনে হয় পরম ব্যথায়,
  করি নাই কিছু এই জীবনের পথে;
জন্মের পরে শুধুই আনন্দ ধরে,
  কেবল ছুটেই চলেছি অনন্তের রথে।  


পরম জীবনে তবু, ভাবি নাই কভু,  
     কোথায় হবে এর শেষ?
আঁধারে চলিব, ঐ আঁধারে খুঁজিব,
    কোথা পাব আলোর রেশ?


সত্যের খোঁজে, কভু ভাবিলাম না যে,
    জীবন মৃত্যুর সত্য কোথায়?
ঐ প্রভাত বেলায়, কাটালাম হেলায়,
   ভাবনা এলো সন্ধ্যা বেলায়।


থাকিতে সময় ভাবি নাই যারে,
যাবার বেলায় চাই কাছে তাঁরে,
হায়রে অভাগা-
    হারালি সব শক্তির জোরে;
যুক্তি শক্তি যবে এলো কাছে,
অথর্ব, অনড়, বিছানায় বসে,
ওরে নির্বোধ-
     আজ কোথা পাবি তাঁরে?


১৪ই জ্যৈষ্ঠ, ১৪২৫,
ইং ২৯/০৫/২০১৮,
মঙ্গলবার, সকাল ১০.৩০মিঃ। 488 dtd 01/06/18.