একা আসা, একা যাওয়া
একাই থাকতে হবে;
এই জগতে আপন বলো
কে হয়েছে কবে?


মোহের ঘোরে সবাই আপন
শুধুই দুদিন তরে;
একা একাই হেথায় রবে
সবাই যাবে চলে।


তবুও ওই সত্য মিথ্যা
কিছুই বুঝি না;
দিনের শেষে অশ্রু ঝরে
জাগে হৃদয় যন্ত্রনা।


আবেশ এসে বিবশ করে
এ মোহমায়ার ফল;
জন্ম মৃত্যুর মাঝের পথ
ওই যন্ত্রণারই কল।


৩০শে বৈশাখ,১৪৩০,
ইং  ১৪/০৫/২০২৩,
রবিবার রাত ০০:২৬। ২০১৩, ২০/০৫/২০২৩।