আকাশ কুসুম ভাবতে ভাবতে
যায় চলে যায় জীবন ওরে;
চাওয়া-পাওয়ার ওই যে খেলা
শুরু থেকে শেষের বেলা
রাখে ধরে আপনারে।


তৃপ্তি কোথায় মনের ব্যথায়?
ঝরে ঝর্ণাধারা গভীর মর্মরে
আপনারে নিয়েই আপনি কাঁদে
কোন চেতনায় পরান বাঁধে?
যায় ভেসে যায় ওই সাগরে।


স্রোতের টানে অন্তর বানে
কত কথা কয় গানে গানে
পায়ে না খুঁজে শান্তি মনে
আকাশ কুসুম ভাবনার টানে
অশ্রু ধারা মেশে এসে কেমন করে
ওই সেই নদীর জলে?


যায় ভেসে যায় কুল কিনারা
ঝড়ো অন্তর বন্যার জলে;
থৈ থৈ করে চারিদিকে ওই
তারি মাঝে ধরে রাখে আপনা রে
ওই সেই আকাশ কুসুম ভাবনার জালে!


৭ই ভাদ্র, ১৪৩০,
ইং  ২৫/০৮/২০২৩,
শুক্রবার সকাল ৫:৫৭। ২১০৭, ১৯/২৩, ২৫/০৮/২০২৩।