মিলেছি মোরা  এপার ওপার,
        মাতৃভাষার টানে;
ছিন্ন   বাংলা   অভিন্ন হোক,
        ভালোবাসার বানে।


বাংলাকে যারা ভাগ করেছিল,
           হিংসা দেশের বশে;
তারাই   ছিন্ন,   তারাই   ভিন্ন ,
          মানুষের কাছে শেষে।


মনের শক্তি প্রাণের শক্তি,
           মাতৃভাষার মূলে;
সময় এসেছে মিলতেই হবে,
          ধর্ম বর্ণ ভুলে।


জন্ম কালে ছিল না মোদের,
         ধর্ম, বর্ণের ভাগ;
শুধুই  ব্যক্তিস্বার্থ এনেছে হেথায়,
         হিংসা, দ্বেষের রাগ।


রাগ, রাগিনী ভুলতে হবে,
         ঐক্য তানের মাঝে;
হিংসা বিদ্বেষ সবই মিছে,
        এই ভালোবাসার কাছে।


ভাইয়ে ভাইয়ে আত্মায় আত্মায়,
     আবার মিলিব মোরা;
অখণ্ড মাতৃভূমির স্বপ্ন দেখি,
    পারব কি দিতে জোড়া?


২৫শে অগ্রহায়ণ ১৪২৫,
ইং ১২ই ডিসেম্বর ২০১৮,
বুধবার বিকেল তিনটা। ৬৫১ তাং ১৩/১২/২০১৮।