মন্দ যদি পিছনে টানে
টানুক ভাল সম্মুখপানে।
আঁধার যদি ঘেরে ধরা
আলো কেন হবে হারা?


মন্দের সাথে ভালোর লড়াই
হারবে মিথ্যা সত্যের বড়াই।
এ লড়াই জিততেই হবে
সত্য, ভালো, হেরেছে কবে?


অসুখ যদি বিসুখ  হয়
সুখ কেন দূরে রয়?
সত্য মিথ্যা ভালো মন্দের
হোক লড়াই নিত্য ছন্দের।


মানুষ কেন অমানুষ হবে?
সমাজ তবে রসাতলে যাবে।
নীচের থেকে উপরে ওঠা
জন্মের ফলে হয় জ্যাঠা।


জেঠার কাছে শিখতে পারে
ভালো মন্দের বিচার করে।
জীবনে অভিজ্ঞতার মূল্য আছে
বুঝতে পারে লড়াইয়ের শেষে।


সত্য  যদি ভালো হয়
মিথ্যা কেন খারাপ রয়?
সম্মুখ পানে সবাই ছোটে
তবে পশ্চাতে তাকাও কেনে?


একের থেকে শতকে যাওয়া
এটাই জীবনের সঠিক ধারা;
ওই অকৃতকার্য বলি তাঁদের
পায় দশের মধ্যে শূন্য যাঁরা।


ভালো আরো ভালো হবে
সঠিক কেন বেঠিক রবে?
খারাপ বিচার বিবেক বুদ্ধি
হোক এবার সবার শুদ্ধি।


মন্দ যদি মন্দ করে
ভালো কেন রইবে সরে?
জোর করে আনতে হবে
মন্দরে ওই ভালোর পথে।


তবেই মানুষ মানুষ হবে
চিৎ চেতনার জন্ম নেবে।
না হলে সব ধ্বংস হবে
মানুষ কি তা মেনে নেবে?


সরিয়ে আঁধার মনের থেকে
আলোর বৃষ্টি নামুক ঝেপে।
মুক্ত আলোয় নীল আকাশে
মানুষ বাঁচুক হেসে হেসে।


২৫শে অগ্রহায়ণ,১৪২৯,
ইং ১২/১২/২০২২,
সোমবার সকাল ৭:২৮। ১৮৫৫, ১৩/১২/২০২২।