হারানো বাঁশির হারানো সুর
আজও মন কাঁদায়;
ভালোবাসার সেই দিনগুলি
সবার প্রাণ দোলায়।


অতীতের সেই সুখ দুঃখ
সমান সুখ স্মৃতির;
হারিয়েও হারায় না তারা
একান্তই ঐ প্রীতির।


হারিয়ে যায় প্রিয়জন যেমন
থাকেনা কাছে আর;
নিয়মে বাঁধা প্রকৃতির ধারা
বুঝিতে পারিনা তাঁর।


মিলনে ব্যথা হারানোয় ব্যথা
ব্যথায় কাঁদে মন
সংসারে সেই যে কি আনন্দ
বুঝবে কোন জন?


বুঝেও কেউ বুঝতে নারে
আলো আঁধারির খেলা;
এমনি করে লড়তে লড়তে
কেটে যায় ঐ বেলা।


২৮শে  মাঘ, ১৪৩০,
ইং ১২/০২/২০২৪,
সোমবার রাত ৯:২৬। ২২৭৭, ২০/১০৭, ১৩/০২/২০২৪।