অল্প কথায়
মনের কথা,
থাকে আনন্দ
থাকে ব্যথা।

হাসি দুঃখের
ছোট্ট প্রকাশ,
ঘটে হেথায়
মনের বিকাশ।

হাইকু কেমন
তাই জানিনা,
আমরা মানুষ
এক মানিনা।

ধর্ম জাতে
ভাগ করি,
ব্যক্তিস্বার্থে
পকেট ভরি।

জন্ম-মৃত্যু
সুখ-দুঃখ,
এই জীবনে
সেটাই মুখ্য।

ঝরে আগুন
ব্যক্তিস্বার্থে,
দেশের শাসক
কোন পরমার্থে?

পরের সুখ
আমার দুঃখ,
হিংসা দ্বেষে
নাইরে সুখ।

নিজে কাঁদি
অন্যকে কাঁদাই,
সুখের দিশা
কোথায় পাই।

হাসি আনন্দ
ছোট্ট কথায়,
প্রকাশ পায়
পেলে ব্যথায়।

কি খুঁজতে
কি পাই?
কোথায় গিয়ে
নেই ঠাঁই?

আসল সত্য
এই জীবন,
যেন একটা
ছোট্ট ভুবন।

ভাবো সবাই
একা আসা,
এই সমুদ্রে
একা ভাসা।

জন্মের পরে
আমরা ভাসি,
মায়ের কোলে
শুধুই হাসি।

হাসি কান্নায়
জীবন চলে,
চলতে চলতে
হৃদয় দোলে।

এমনি করে
শেষ হবে সব,
জীবন মাঝে
সেই কলরব।

২১ শে জ্যৈষ্ঠ, ১৪২৯,
ইং ০৫/০৬/২০২২,
রবিবার সকাল ৮:৩৬। ১৭০৬, ১০/০৬/২০২২।