ধর্ম জাতে হিংসা দ্বেষে
যখন শ্রান্ত হবে মানুষজন
তখনই আসবে চেতনা বোধ
দূরত্ব ঘুচবে পর ও আপন।


খিদে যখন ব্যাপক হবে
খাদ্যে ভিন্নতা থাকবে না;
ভাত রুটি যাহাই পাবে
তাতেই খিদে মিটবে না?


বাঁচার জন্য সেই যে লড়াই
করবে জয় সকল ভয়;
গীতা বাইবেল কোরানে বিভেদ
এই মতবাদ সত্য নয়।


রক্তে বিভেদ নাই আমাদের
সবাই মায়ের গর্ভে জন্ম নেই;
ওই ধর্মমত থাকেনা মোদের
নামে আমরা মানুষ সেই।


মানুষ আমি মানুষ তুমি
বিশ্বজুড়ে আমরা আছি;
ভাইয়ে ভাইয়ে হাত মিলিয়ে
এসো সবাই সুখে বাঁচি।


২০শে শ্রাবণ, ১৪৩০,
ইং  ০৬/০৮/২০২৩,
রবিবার বেলা ১২:২৩। ২০৯৪, ১৮/২৪৯, ০৭/০৮/২০২৩।