গানের ডালি নয় যে শুধু
আমাদের ওই গীতবিতান;
শুনিয়ে গান এনেছে হেথায়
মানুষে মানুষে ঐক্যতান।


কেউবা বলে আল্লাহ, ঈশ্বর,
কেউবা বলে ভগবান;
ঐক্যের কথা বলতে গিয়ে
এনেছে গানে সাম্যতান।


সেই গানের সুরে বিশ্ব নাচে
নাচে ভারত বর্ষ;
আমরা পাগল তাঁর জন্মদিনে
ফুলমালায় প্রকাশিত হর্ষ।


সনাতন সেই ঐক্যের কথা
বাঙালির বুকের সুর;
ওই সাম্যবাদের ধারা ধরায়
বিভেদ করবে দূর।


প্রেমের জোয়ারে ভাসবে বিশ্ব
কাটবে ওই আঁধার;
আলোয় আলোয় ভরে যাবে
হবে সুন্দর আবার।


২৭শে বৈশাখ, ১৪৩০,
ইং  ১১/০৫/২০২৩,
বৃহস্পতিবার সকাল ৭:৪৬। ১১/০৫/২০২৩।