সুন্দর আজ হারানোর পথে
বুকেতে শান্তি নাই;
যেদিকে তাকাই খাঁখাঁ মরুভূমি
বলতো কোথায় যাই।

প্রকৃতি ধ্বংস , সমাজ ধ্বংস
ঐ করছে অমানুষেরা;
লক্ষ্য শুধু একটাই তাদের;
সম্পদে হবে সেরা।

বোঝেনা তারা, জানেনা তারা,
প্রকৃতি ধ্বংস হলে;
জীবন-জীবিকা থাকিবে না আর
সবই যে যাবে চলে।

মানুষে মানুষে বিভেদ টেনে
প্রকৃতি ধ্বংস হয়;
এমন সুন্দর দেশ ও জাতি
কি করে বেঁচে রয়?

সুজলা-সুফলা এমন দেশটা
পাব না খুঁজে আর;
অমানুষদের জন্য মানুষ হারাবে
প্রকৃতির সুন্দর ঘর।

আমরা করবো হাহাকার শুধু
ওরা করবে ভোগ;
জগৎ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে
অমানুষের এই রোগ।

১৩ ই মাঘ,  ২৪২৮,
ইং ২৭/০১/২০২২,
বৃহস্পতিবার বেলা১১:০৬। ১৫৭৪, ২৮/০১/২০২২।