বুধের অপরাহ্নে ফুলের শোভা
হরষিত করে মন;
পয়তাল্লিশ বছরের সম্পর্ক আজ
আমার বড় মূলধন।


কেউ পেয়ে হয় রাজার রাজা
পেয়েও কেউ হারায়;
নানান রূপে দেখি ধরার পৃথিবী
যে যেমন চায়।


স্মৃতি ঘেরা সেই অতীত দিন
বড় আনন্দের ছিল;
আর কোনদিন পাব না ফিরে
কোথায় হারিয়ে গেল?


শৈশব কৈশোর যৌবন জরা
কালের গতিতে ধায়;
হাসিখুশি নিয়ে জগতের সবাই
সময় কাটাতে চায়।


চেতনায় যারা হয় না অচেতন
মানুষ বলি ওদের;
আর সুখে দুখে ওই সমভাবে
থাকে চেতনা তাঁদের।


১৬ই শ্রাবণ,১৪৩৯,
ইং ০২/০৮/২০২৩
বৃহস্পতিবার বিকেল ৫:৪৮।২০৮৯, ১৮/২৪৪, ০৪/০৮/২০২৩।