আমিও চলে যাব,
যেমন চলে গেছে পূর্ব পুরুষেরা,
রেখে গেছে নানান মত;
আসে নাই ফিরে ফেলে যাওয়া ঘরে,
জানিনা কোথায় হারায়েছে পথ?


মনের মাঝারে তোলপাড় করে,
একদিন আমারও সময় হবে;
তাদের আশ্বাস বানী নিয়েছি যে মানি,
একদিন সকলেই হারিয়ে যাবে।


কত কি যে দেখা হবে না তো শেখা,
বুঝিলাম জীবন দিয়ে;
এই জীবনের মানে শুধুই জন্ম মৃত্যু,
অনুভবে আজ হিয়ে।


নাই কিছু আর পেয়েছি দেদার,
হারায়ে ফেলেছি সব;
জীবনের শেষে ভিখারির বেশে,
হয়ে যাব এক শব।


কাঁধে করে মোরে নিয়ে যাবে ওরে,
ওই শ্মশান ঘাটের দিকে;
আগুনে পোড়াবে নয়তোবা মাটিতে পুঁতিবে,
ধরার স্মৃতি ক্রমে হয়ে যাবে ফিকে।


আমি চলে যাব ফিরব না আর,
এ যে কালের গতির ধারা;
যেতে হবে ভাই চাই বা না চাই,
পশ্চাতে রয়ে যাবে যারা।


৩০ শে শ্রাবণ, ১৪২৬,
ইং ১৬/০৮/২০১৯,
শুক্রবার, বেলা ১১টা। ৭৫৭, তাং ১৮/০৮/২০১৯।