কি যে উন্মুক্ত, কি যে গোপন,
           কে বলে দেবে তাই?
আমিই তো আমার নই,
          উত্তর কোথা খুঁজে পাই?


আমি, আমি, বলে ভাবি,
          আমির অস্তিত্ব কোথায়?
দিগন্তের পানে চেয়ে থাকি,
           ভাবি পরানের ব্যথায়।


আমির আমি হারিয়ে গেলে,
             মহাশূন্য পরে রবে;
দাফনের নিদান হাকিবে সবাই,
           আমিকে চিনিব কবে?            


কে আমি? কিবা দামি?
          সবই ঐ শূন্যেতে মিলায়;
শূন্যই যে পরম পাওয়া,
          সাধক তাই সব বিলায়।


২৫শে আশ্বিন, ১৪২৫,
ইং ১২/১০/২০১৮,
শুক্রবার, রাত ১২.০৬মিঃ। ৬০৮ তাং ১৩/১০/২০১৮।