মঙ্গল থেকে শনি পার হয়ে রবি থেকে,
             আবার ফিরে আসে সোমে;
এরই নাম জীবনচক্র বোধের অভ্যুদয়,
              উত্তরণ ঘটে শুধুই প্রেমে।


আনন্দ পাই, আপ্লুত হই আপন বিশ্বাসে,
        থাকে না বিশ্বাস শুধুই নিঃশ্বাসে।
তাই বেঁচে থাকা জড়ায়ে ভালোবাসি যারে,
        কাছে চাই তাঁরে তাই বারে বারে।
  
একদিন আমিও যাব চলে সবারে ছেড়ে,
     কাঁদায়ে কাঁদিবো আমি বসে বহুদূরে।
শুনেছি অনেক কথা বহুজনের মুখে,
  মরিলে জন্মাতে হবে, সুখে কিংবা দুঃখে।


এই চক্রবৎ জীবনের মানস প্রেম,
       তাই বারে বারে ঘুরে ঘুরে আসা;
পারেনা ভুলিয়া থাকিতে সেই অন্তঃকরণ,
      বুঝি তারি নাম অমোঘ ভালবাসা।  


২৬শে কার্তিক, ১৪২৫,
ইং ১৩/১১/২০১৮,
মঙ্গলবার, বিকেল, ৪টা। 638 dtd 21/11/2018.