নই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
আমরা বাংলা মায়ের সন্তান;
জন্মেছি সবাই এই ভূমিতে
রাখতে বাংলা মায়ের মান।


ধর্মের নামে মাকে যারা
ওই অপমান করতে চায়;
বলবো আমরা জোর গলাতে
তাঁরা মায়ের সন্তানই নয়।


মেনে ভিনদেশী ওই মতবাদ
যারা ধর্মের বড়াই করে;
বাংলা মায়ের সন্তান বলে
বলো মানবো কেন তাঁরে?


শিক্ষা দীক্ষা মানবতা বোধ
যদি সবই চলে যায়;
আমরা কেমনে মানুষ হবো
বইয়ে মিথ্যা ধর্মের দায়।


শুধুই বলি আমরা মানুষ
মিথ্যা সকল ধর্ম মত;
গুণেই মানুষের বিচার হবে
রুখতে বন্য পশুর রথ।


ওই পাশবিকতা তাঁদের ধর্ম
মায়ের সম্মান রাখে না;
মায়ের কোলে বড় হয়েও
ওরা মাকে জানলো না।


এমন সন্তানের নাই প্রয়োজন
থাকুক শূন্য মায়ের কোল ;
পশুকে আমরা বলবো না ভাই
কেন টানবো কোলে ঝোল?


৬ই পৌষ, ১৪২৯,
ইং ২২/১২/২০২২,
বৃহস্পতিবার বেলা ৯:৪৪। ১৮৬৫, ২৩/১২/২০২২।