আমরা যদি সত্যিই বাঙালি হই
        তাহলে বাংলার কথা ভাবো;
দেশ বাংলা আর ভাষা বাংলা
        জাতি বাঙালির কথা কবো।

ওই হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান
     ছেড়ে দাও সকল মতবাদ;
আর বাংলা মায়ের সন্তান মোরা
    জানো এটাই মোদের জাত।

এই বাঙালির নামে করেছি মুক্তিযুদ্ধ
      ভেঙেছি শৃংখল মোদের মায়ের
আমরা বাঙালি সবাই রক্ত দিয়েছি
          মা-বাবা বোন আর ভাইয়ের।

বুদ্ধিজীবী যারা জীবন দিয়েছে মুক্তিযুদ্ধে
       শ্রদ্ধেয় সবাই যে বাঙালি তারা
ধর্ম বর্ণে বিভেদ তৈরি করে তো শুধুই
           সেই ধর্মীয় মৌলবাদী যারা।

আমরা বাঙালি আর মাতৃভূমি বাংলা
          হোক এটাই পরিচয় মোদের;
হৃদয়ের সাথে হৃদয় মিলিয়ে তাড়াবো
         যারা বাংলামায়ের শত্রু, তাদের।

২৭শে অগ্রহায়ণ, ১৪২৮,
ইং ১৪/১২/২০২১,
মঙ্গলবার সকাল ১০:৩৪। ১৫৩১, ১৫/১২/২০২১।