অমৃতের পুত্র নজরুল
অনন্যসাধারণ অতুল।

বাঙালি স্মরিবে চিরদিন
যতদিন রবে ধরা;
হবোনা নজরুল হারা।

ছিল ,আছে, রবে,
মোদের স্বপ্নের মাঝে,
শক্তি জোগাবে কাজে।

মোদের পরম পুণ্য
বাঙালিরা হয়েছি ধন্য
কবি নজরুল অনন্য।

২৪শে পৌষ, ১৫২৮,
ইং ০৯/০১/২০২২,
রবিবার বিকেল ৪:৪০। ১৫৬৩, ১৬/০১/২০২২।