নানান ফুলের মালা গেঁথে
সাজালি তুই সংসারটাকে,
ঘুরে ঘুরে মনের মত
আনলি তুলে ফুল যে কত,
তাই দিয়ে বাঁধলি জগত সংসার।
তবু বলি আমার আমার,
আমার আমি সবই তাঁহার।
নানান রঙে সাজিয়েছি যে,
এই দেহের রক্ত বলবে কে?
তবুও আপন করতে পারলাম নারে,
জগতের এই প্রিয় মানুষকে।


বাবা আনলো মাকে ধরে,
তার বাবা আনলো ঠাকুমা কে,
এমনি করে কত রক্ত মিশলো ওরে,
এই পরম জগৎটাকে পাবি বলে।
তবু চেতনায় এলো না যে,
এই জগতে আমি কে? তুমি কে?


নানান ধারা মিশে আছে
আমার তোমার এই রক্তের সাথে;
কেমন করে পৃথক করবে,
অচেতন ভাবনার এই আঁধার রাতে?


১১ ই পৌষ, ১৪২৭,
ইং ২৭/১২/২০২০,
রবিবার সকাল ৬:৩০। ১২০২,  ২৭/১২/২০২০।