নানান মানুষ নানান মতের
নানান ভাবনা তাঁদের;
নানান তাঁদের জগতে চলন
নানান চেতনা ওদের।


ভাগ বিভাজনে খন্ডিত তাঁরা
ব্যক্তি স্বার্থে চলে;
তাই ব্যক্তি পূজা শ্রেষ্ঠ ধরণ
দেখি মানুষের অন্তরে।


প্রকৃতিতে পাই সাম্যের ঠাঁই
বিভেদ হেথায় নাই;
দেখেও মানুষ শেখে না কিছুই
শান্তি কোথায় পাই?


ভুল হলেই সংশোধনের চেষ্টা
কর্মের এক রোগ;
রোগ প্রতিরোধে ধন্য সবাই
করে আনন্দ উপভোগ।


১৪ই আষাঢ়,১৪৩০,
ইং ৩০/০৬/২০২৩,
শুক্রবার সকাল ৯:৫৩। ২০৫৫, ০১/০৭/২০২৩।