অন্ধকারে অন্ধ মোরা,
                     -চিত্ত রঞ্জন সরকার,


আমরা সবাই থমকে দাঁড়াই,
               চিত্ত গুহার দ্বারে;
চেতনার দ্বার না খুলিয়া,
             বেড়াই মোরা ঘুরে ।


কত ধন-রত্ন, মণি-মুক্তা,
             চিত্ত গুহায় আছে;
মূল্যায়ন হয় না তাহা,
              অচেতনের কাছে।


অন্ধকারে অন্ধ মোরা,
              দেখতে পাই না কিছু;
মিথ্যাকেই সত্য মেনে,
            আমরা ছুটি পিছু পিছু।


গুহার দ্বারে আঘাত হেনে,
              খুলতে হবে দ্বার;
এ ভার যে তাঁদের বর্তায়,
               চেতন চিত্ত যাঁর।
25শে চৈত্র, 1424,
ইং 09/04/2018,
সোমবার, সকাল 8টা।