সাধনাই জীবনের কার্য্য
আনে ধৈর্য- শৌর্য, বীর্য।
জগতে যারা হয়েছে মহান,
সবই তাঁদের ধৈর্যের দান।


আগুনঝরা দিনের মুখে,
ধৈর্য ধরো, থেকো না দুঃখে।
এই আঁধারে ফুটবে আলো,
চেতন চিত্তে আগুন জ্বালো।


সত্য-মিথ্যার কঠিন লড়াই
ন্যায় অন্যায়ের দেখি বড়াই।
ধৈর্যের বাঁধ না ভাঙ্গিলে,
মিথ্যা, অন্যায়কে নাহি ডরাই?


ভালো জিতবে, হারবে মন্দ,
এটাই তো ধৈর্যের ছন্দ।
এযে চিরন্তন প্রকৃতির দান,
ধৈর্য রাখে ধরে সেই মান।


১০ ই মাঘ,১৪২৭,
ইং ২৪/০১/২০২১,
রবিবার সকাল ৮:০৫ । ১২১০, ২৫/০১/২০২১।