স্মৃতির পাতায় আপন ব্যথায়,
            জেগে ওঠে কত কথা;
আপন জনের স্মৃতিগুলো তাই,
             জাগায় প্রাণের ব্যথা।


গুটি গুটি পায়ে হাতটি ধরে,
             চলেছি তাঁদের সাথে;
চলতে চলতে পারি নাই যবে,
             উঠেছি কোলে-কাঁধে।


রাতের আঁধারে টর্চটি ধরে,
             থাকতাম বসে কাঁধে;
ভালবাসার জন, কাঁদে মন-প্রান,
             অশ্রু ঝরে কি সাধে?


কভু দরগায়, কভু সুদৃশ্য মন্দিরে,
           নিয়ে যেতো সাথে করে;
শত্রুর বালাই, যেন না পায় ঠাই,
          ঐ তাঁদের সোনার ঘরে।  


এখানে ওখানে, প্রার্থনা যাচে,
          একান্ত প্রাণের আপন বলে;
বিপদ-আপদ হয়ে যাক দূর,
          সেই- তাঁদের পূজার ছলে।


স্নেহ ভালবাসা, এ কোন আশা?
          অন্তরকে শুধুই বলে দেয়;  
বাঁচাতে হবে, ভালবাসার জনে,
         হউক না রক্তের বিনিময়।


অতীত থাকুক মনের ভাবনায়,  
        ঘটুক মুক্তি স্নেহ ভালবাসায়;
কঠিন পৃথিবী হউক মমতাময়,
        থাকবো চেয়ে সেই আশায়।    


২২শে চৈত্র, ১৪২৪,
ইং ০৬/০৪/২০১৮,
শুক্রবার বিকেল ৬ টা। 447.