মানবিকতা, মনুষ্যবোধ, হারিয়ে গেলে
মানুষ পড়ে ঝড়ে।
আর ভালো-মন্দ চায়না বুঝতে
ছুটে চলে অন্ধকারে ।


ছুটতে ছুটতে যখন হাঁপিয়ে উঠে
পৌঁছে যায় সিন্ধু পারে;
এসে জীবনের ওই সায়াহ্ন কালে
বুঝতে পারে ধীরে ধীরে।


ফেরার সময় থাকে না আর
চোখের জলে বক্ষ ভাসে;
মনের দুঃখে বসে ঘরের কোণে
চাপড়ায় বুক হা হুতাশে!


সারা জীবনের  অপরাধবোধ
বুকের মধ্যে জ্বলে;
আর জীবনের ঐ শেষের দিনে
ভাসে চোখের জলে।


কোথায় স্বর্গ? কোথায় নরক?
এই যে মাটির ধরা;
জীবনে ভোগ করতেই হবে
সকল পাপের খরা।


১৮ ই ফাল্গুন,১৪৩০,
ইং ০২/০৩/২০২৪,
শনিবার দুপুরে  ১২:০৫। ২২৯৮,  ২০/১৩৩, ০৫/০৩/২০২৪।