আজ যেন নতুন রূপে
নতুন কথা বলি;
অজানা ঐ কালের পথে
আমরা সবাই চলি।


শুরুর কথা ভাবছি আমরা
কখন শুরু হলো;
অজানা সেই কালের গতি
চলো এবার চলো।


কোথায় গিয়ে থামবো আমরা
কোথায় তাঁহার শেষ?
অজানা এই পথেই দেখছি
নানান দৃশ্য বেশ।


হয়তো পথে থাকবে কিছু
তোমার আমার রেশ;
সেই আভাসে নতুন আসবে
খুঁজবে নতুন দেশ।


ধরার ধারা এই ধারা
চলছে শুরু থেকে;
আর পুরাতনকেই নতুন বলি
শুধুই হেঁকে ডেকে।


ঐ কাল যারে দেখেছিলাম
আজ নতুন লাগে;
দেখি নিত্য নতুন দৃষ্টিভঙ্গি
মনের মাঝে জাগে।


দেখে দেখে হয়না শেষ
যতই দেখি তাঁরে;
অপরূপ এই রূপের খেলা
অবাক করে মোরে!


জানার মাঝে কত অজানা
হয়না জানা শেষ;
অসীম অনন্ত এই বিশ্বজগত
ক্ষুদ্রেই পাই রেশ।


১৬ই পৌষ,১৪২৯,
ইং ০১০১/২০২৩,
রবি বার সকাল ৮:২১। ১৮৭৫, ০২/০১/২০২৩।