উদ্বেগই অশান্তির কারণ
মনের যত জ্বালা;
ইন্দ্রিয় সংযম হলে পরে
আসে শান্তির পালা।
রিপুরাই উদ্বেগের কারণ
অশান্তি আনে মনে;
লোভাতুর মনের জন্য
বন্ধুত্ব উদ্বেগের সনে।
চেতনায় উন্নত হয়
ওই মানুষের মন;
তবেই পরম শান্তি,
পাবে অন্তরের ধন।
ইন্দ্রিয় রিপুর জ্বালা
ভুলতে যাঁরা পারে;
তাঁরাই হয় সর্বত্যাগী
মানুষ বলি যাঁরে।
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩০,
ইং ২৬/০৫/২০২৩,
শুক্রবার সকাল ৭:৪৬। ২০২০, ২৭/০৫/২০২৩।