এই জীবনের সকল স্বপ্ন
আশায় বেঁচে থাকে;
সন্তান তার দুঃখের দিনে
যেমন ডাকে মাকে।


বাঁচে চাষা নিয়ে আশা
জগত জুড়ে দেখি;
এইতো জীবন কঠিন রণ
নানান ভাবে শিখি।


সফলতা আর ওই ব্যর্থতা
সমান ভাবে চলে;
সুখে দুখে নানান ভাবে
জীবন তাহাই বলে।


সত্য মিথ্যার সার্থক মনন
জীবন উর্ধ্বে তুলে ধরে;
আর মহানন্দে পাখা মেলে
মন নীল আকাশে উড়ে।


১৭ ই চৈত্র ১৪২৯,
ইং  ০১/০৪/২০২৩,
শনিবার রাত ১০:৩৪। ১৯৭০, ০৭/০৪/২০২৩।