ঐ রঙিন চশমায় রঙিন দেখি,
আসল তো দেখিনা;
আসল নকল গোল পেকে যায়,
বলি মুখে শুধুই মা।


পথে পথে ঘুরে আসল খুঁজি,
খোঁজার শেষ তো নাই;
চেতনায় খুঁজি অচেতনে খুঁজি,
কোথা খুঁজে তারে পাই?


খুঁজিতে খুঁজিতে শ্রান্ত হয়ে
       রয়েছি দাওয়ায় বসে;
এভাবেই শেষ হবে কি জীবন,
        সেই মন্ত্রমুগ্ধের রসে?


কবে আসিবে সেই মন্ত্রণা,
       আধমরা প্রজন্মের কাছে?
উঠিবে জাগিয়া সিংহের মত,
          তবেই দেশ-জাতি বাঁচে।


উত্তাল হউক কবিদের মনন,
                 খুঁজুক বিশ্ব জুড়ে;
অচেতনের চেতন আসুক
            ওই অজানা ঘূর্ণিঝড়ে।


৮ই অগ্রহায়ন,১৪২৬,
ইং  ২৫/১১/২০১৯ ,
সোমবার, বেলা ১২টা।  ৮৪৮,  ২৯/১১/২০১৯