আসল নকল বুঝতে নারি,
নামছে রাজনীতিকের ঢল;
সত্য মিথ্যা জড়িয়ে দিয়ে,
এ এক অর্থ কমানোর কল।


কলের চাপে পিষ্ট হয়ে,
মরছে মানুষ পথে ঘাটে;
মিথ্যা আশ্বাস মিথ্যা ভাষণ,
যায়না কিছু ওদের তাতে।


মূর্খ মোরা বুঝবো কবে?
এমনি করেই শেষ হবে;
কি ফল হবে ভেবে ভেবে,
মোদের দায় কেবা নেবে?


কেন থাকব পরে অন্ধকারে,
জ্বালবো আলো সবাই মিলে;
ভাবতে হবে মোদের ভালো,
তবেই মিলবে চেতনার আলো।


২৬ শে জৈষ্ঠ্য,১৪২৮,
ইং ২৬/০৬/২০২১,
বৃহস্পতিবার রাত ১১:০৬।  ১৩৪৬, ১২/০৬/২০২১।