আমরা দাঁড়ায়ে নির্মম এক যুগ সন্দিক্ষণে,
ন্যায় নীতি হারিয়ে গেছে সেই চতুরাননে।
দিকভ্রষ্ট মানবজাতি, কে দেখাবে পথ?
কোন মহামানব? কার আছে সেই হিম্মৎ?
একক শক্তিতে হয়তোবা পারিবেনা কেউ,
সবে মিলে একসাথে তুলিতে হবে সেই ঢেউ।


মহা-প্লাবন আসুক নেমে এই সুন্দর মর্তধামে,
ধুইয়ে মুছে দিয়ে যাক প্রকৃতি তাঁর নিজ নামে।


কলঙ্ক-কলুষ, পাপ-তাপ, মুছে দিক অভিশাপ,
        ধরণির পৃষ্ঠদেশ হতে;
ন্যায়ের শাসন আসুক মানুষের নীতিবোধ লয়ে
        জ্ঞান, বিজ্ঞানের মতে।


ধুইয়ে মুছে দিতে হবে ধরণীর পৃষ্ঠথেকে,
আছে যত জীবন বিরোধী অন্যায়-অবিচার;
ন্যায়ের শাসন আর মানুষের নীতিবোধ
আসুক ফিরে চিরন্তন মূল্যবোধ আর-বার।


২৯শে আশ্বিন, ১৪২৫
ইং ১৬/১০/২০১৮,
মঙ্গলবার সকাল ১০টা। ৬১৫ তাং ২৩/১০/২০১৮।