আত্মার সে তো মৃত্যু নেই
শুধুই রূপান্তরের কথা;
চোখের আড়াল হলে পরে
ওই লাগে মনে ব্যথা।


ঘটে এই ভাবেই স্থানান্তরণ
যেমন শৈশব থেকে বৃদ্ধ;
অভিজ্ঞতায় দেখে শুনে
আমরা জীবনে হই ঋদ্ধ ।


কর্মজীবন অবসর জীবন
ধন্য জীবন বন্ধু সংসর্গে;
স্মৃতির পাতায় বৃত্তে হেথায়
থাকে বাঁধা একই বর্গে।


কেমনে বলি সুখের কথা
মোদের দুঃখে বক্ষ ফাটে;
এমনিভাবেই আদি অনন্ত
যায় কালের প্রভায় কেটে।


তবুও বলি সুখে থেকো
বন্ধু অমর তোমার প্রাণ
দুঃখের দিন শেষ করে
এবার হোক শান্তির অবস্থান।


১৫ই আষাঢ়, ১৪৩০
ইং  ০১/০৭/২০২৩
শনিবার সকাল ৯:২৬।  ২০৫৮, ০৪/০৭/২০২৩।