কর্ম করে তৃপ্ত হলে,
মন আনন্দের ঠাই;
প্রাণের আরাম আত্মার শান্তি,
তবেই খুঁজে পাই।


মনটা কেমনে বাঁচিয়ে রাখি
হাজার সংঘাতের ফাঁকে;
শান্তির খোঁজ কোথায় পাব,
ডাকলে পাইনা মাকে।


মায়ের কোলে ছিল শান্তি,
আর কোথাও নাই;
শান্তি শান্তি বলে ডাকি,
কোথায় তারে পাই?


নিজের লড়াই নিজেই করি,
সঙ্গে কেহ নাই;
আপন বলে কে আছে আর?
নাই কোথাও ঠাঁই।


মনের কথা মনেই রবে,
দুঃখ ব্যথা নিয়ে;
সব সয়ে যাব চলে,
এই ধরণীটাই ফেলে।


২৮ শে ফাগুন,১৪২৭,
ইং ১৩/০৩/২০২১,
শনিবার সকাল ১০ টা ১২৫৭, ১৫/০৩/২০২১।